পাঁচাইখা দারুস সালাম মহিলা দাখিল মাদরাসা পরিচিতি

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পাঁচাইখা গ্রামে অবস্থিত পাঁচাইখা দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৮৭ইং সনে সর্ব প্রথম স্থাপিত করা হয় এবং ১৯৯৩ইং সনে মাদ্রাসাটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৯৫ইং সন থেকে এমপিও ভুক্তি লাভ করে। প্রকাশ থাকে যে, ১৯৯৩ ইং সন থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম একাডেমিক স্বীকৃতি লাভের মধ্যদিয়ে ধারাবাহিক নবায়নের মাধ্যমে মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে।